ঢাকাMonday, 14 April 2025, 1 Boishakh 1432

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪ , ০৫:৪৩ পিএম


loading/img
ফাইল ছবি

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার লেমশীখালী ইউনিয়নের নয়াঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত শিশুরা হলো শাহিদা আক্তার (১১) ও রাকিবুল হাসান (৬)। লেমশীখালীর নয়াঘোনা গ্রামের মো. দিদারের সন্তান তারা।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায় ওই দুই শিশু। তাদের পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক শোভন দাস জানান, পানিতে ডুবে যাওয়া শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জালাল আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |